

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনিদের শক্তি ও সাহস জুগিয়েছিলেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ি করে ওবায়দুল কাদের বলেন, “এই ঘটনা ঘটানোর দু:সাহস খুনিদের ছিল না। জিয়াউর রহমানই তাদের শক্তি জুগিয়েছিল, সাহস দিয়েছিল।
“সেখানে হত্যাকাণ্ডের পর ডালিমকে বলেছিলেন জিয়া, ‘ওয়েল ডান! ইউ হ্যাভ ডান এ গ্রেট জব! সেই ইতিহাস বড় বেদনার ইতিহাস।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তীতে খুনীদের পুনর্বাসনে জিয়াউর রহমান ও বিএনপির কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রকৃত জন্ম তারিখ কোনটি, তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তথ্য-প্রমাণসহ জানতে চান।
সম্প্রতি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যকে ‘অরাজনৈতিক ও শিষ্টাচারবিবর্জিত’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
ওই বক্তবের প্রসঙ্গ তুলে কাদের বলেন, “একজন জাতীয় নেত্রী, একাধিকবারের প্রধানমন্ত্রী, একটা দলের এত দিনের চেয়ারপারসন; তার জন্মতারিখ কোনটি? এই প্রশ্নের জবাব জানতে চাইছি।
“ফখরুল সাহেব বলেছেন আমি শিষ্টাচার বহির্ভূত কথা বলেছি বেগম জিয়ার বিরুদ্ধে। এখানে শিষ্টাচারের সৌজন্যতার কি? এটা তো হাওয়া থেকে পাওয়া কোনো তথ্য না। খালেদা জিয়ার জীবনী থেকে পাওয়া।
এসময় খালেদা জিয়ার একাধিক জন্মতারিখের উদাহরণ দিয়ে তিনি বলেন, “তার মেট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী জন্মতারিখ একটি, মেরিজ রেজিস্ট্রেশনের একটি, প্রধানমন্ত্রী হওয়ার পর একটি, পাসপোর্টে ওনার জন্মতারিখ একটি, ৯৫ সালে হঠাৎ করে উনার জন্ম তারিখ হল ১৫ আগস্ট। ২৬ বছর ধরে জাতির সাথে প্রতারনা করে আসছেন। সর্বশেষ করোনা টেস্টে ৮ মে ১৯৪৬।
“একজন নেত্রী যে আপনাদের চেয়ারপারসন তার জন্মদিন যদি ছয়টি হয়, এমন দলনেত্রী-দেশনেত্রীর প্রতি মানুষের কি কোনো আস্থা থাকে?”
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বক্তব্য রাখেন।