সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু সাংবাদিক মুরাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিত আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক বিসিক এর প্লট বরাদ্দ নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই- সুপ্রদীপ চাকমা পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত

সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর

নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

আগামী নির্বাচন যেন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয়, সেজন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

রোববার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি এটি একটি গণমুখী বাজেট। যদিও বিরোধীরা সমালোচনা করেন। আমাদের দেশে তো একটি রেওয়াজ আছেই। সরকারি দল যখন বাজেট ঘোষণা করে বিরোধীদল তার বিরোধিতা করবেই। মিছিলের জন্য আগে থেকেই লোক তৈরি থাকে। বিজ্ঞপ্তি আর বিবৃতি রেডি থাকে যে ‌‘গণবিরোধী বাজেট’। শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাইরে যে কয়জন হাতেগোনা নেতৃত্ব তার মধ্যে শেখ হাসিনার নাম বললে বিশ্বব্যাপী সবাই জানে।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, ফ্যাসিবাদী জিয়াউর রহমানের সেই দল, জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে দলের সৃষ্টি তার নাম বিএনপি। সেই বিএনপি বেসিক্যালি নো পার্টি। একটি ক্লাবে রুপান্তরিত যে দল সেই দল সরকার যাই করছে তার বিরুদ্ধে বলছে। তাদের কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে তারা এগুচ্ছে? বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে সরকারের ভালো দিকটা সমালোচনা না করে অন্তত পক্ষে বলা উচিত ছিল এ সরকারের এই এই কাজগুলোকে আমরা সমর্থন করি। কিন্তু সেটা তারা না করে সরকারের বিরুদ্ধে বলেই যাচ্ছেন।

সুলতান মনসুর বলেন, আমি সংসদে দাঁড়িয়ে বলতে চাই ঋণখেলাপি যারা আছেন অবশ্যই তাদের বাংলাদেশ সরকার যাতে কোন ধরনের সুযোগ-সুবিধা না দেয় সেজন্য আমিও আহ্বান জানাই। তাদের তালিকা প্রকাশ করুন, যদি সরকার ব্যর্থ হয় আপনারা প্রকাশ করুন। বিরোধীদল অভিযোগ করছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে, আমি আহ্বান জানাবো বিরোধীদলকে আপনাদের কাছে যদি তালিকা থাকে সেই তালিকা প্রকাশ করুন। জনগণ দেখবে কারা কারা বিদেশে পাচার করেছে। তারা (বিএনপি) সেটি না করে যাতে আগামী নির্বাচন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয় সেজন্য তারা ষড়যন্ত্র করছে। তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে পারছে না। জেনারেল জিয়ার মতো স্বৈরাচারী এরশাদও জোর করে ক্ষমতা দখল করেছিলেন। আমরা এ দুই ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এ দেশে গণতন্ত্র এনেছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102