

তৌসিফ মান্নান, রাঙামাটি: কভিড ১৯ মোকাবেলার জন্য রেড ক্রিসেন্টে’র পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার ১২ টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র সমূহে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও হাসপাতাল পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীংপকর তালুকদার (এমপি)।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কমকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সুবীর কুমার চাকমা, ইলিপন চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান, ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ নরুল করিম, রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান জনাব রফিক আহমেদ তালুকদার, রেড ক্রিসেন্ট কার্য নিবার্হী কমিটির সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ সহ অন্যান্যরা।
অনুষ্টানে প্রধান অতিথি দীংপকর তালুকদার এমপি মহোদয়ের উপস্থিতিতে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।সুরক্ষা সামগ্রী মধ্যে ক্লোরিন ড্রাম ৩৯ টি, গ্লাভস ১,৫০০ জোড়া, সার্জিকেল মাক্স ১৫,০০০ পিচ, রাবার হ্যান্ড ২২৫ পিস, ফেস শিল্ড ১,৫০০ পিস, এপ্রোন ২২৫ পিস, ফ্লোর মোভ ৪৮ পিস, তোয়ালে ৯৬০ পিস, প্লাস্টিক বালতি ৫১৬ পিস, সাবান ৫১৬ টি।