বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৫ এই পর্যন্ত দেখেছেন

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা নিয়ে নাগরিক ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।

সুজন ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক রাজেশ দে। এ সময় আরও উপস্থিত ছিলেন সুজন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ সুজনের জেলা কমিটির সদস্যবৃন্দ।
এছাড়াও গোলটেবিল বৈঠকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী, এনজিও কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা তাঁদের বক্তব্যে বলেন, সুষ্ঠু

নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ হলো নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সাহসিকতার সঙ্গে অনিয়মের প্রতিবাদ এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102