সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

এম এ আহমদ আজাদ , নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা–সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলায় দুর্ঘটনায় মারিয়া নামে এক নবজাতক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত মারিয়া উপজেলার বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা। আহত জেসমিন বেগম শিশুটির মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার(২৫ জানুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলার আউশকান্দি বাজার থেকে তারা ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফেরার পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং জেসমিন বেগম আহত হন।

আহতদের প্রথমে আউশকান্দি বাজারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছামাত্র শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গেলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102