মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বরে সুফি সাধক মাওলানা সৈয়দ খন্দকার সুয়া বাবা ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব উপলক্ষে ১৯তম বার্ষিক ওয়াজ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টা হইতে মধ্যরাত পর্যন্ত নিতেশ্বর মাস্টারবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিবসটি পালন করেন উনার ভক্তবৃন্দরা। বাদ মাগরিব সুফি সাধক মাওলানা সৈয়দ খন্দকার সুয়া বাবা ধামতিপুরী (রঃ) এর খাদেম সুরুজ শাহ্ এর ছেলে মোঃ আব্দুল মুজিব এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী।
আলা হযরত রহ. ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিযবুর রাসূল দ. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরজান বিবি রহমানীয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন সুমিষ্টভাষী বক্তা শ্রীমঙ্গল জেটি রোডস্থ আল্ মাসজিদুল আরমান জামে মসজিদের খতিব মাওলানা খাজা নূর মোহাম্মদ বারী।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতেশ্বর গোমড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আমিরুল ইসলাম (পরকিছ), ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান, লতিফিয়া দারুসসুন্নাহ আইডিয়াল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক হাফিজ মাওলানা তফাজ্জুল হোসেন জনি প্রমুখ।
ধামতিপুরী (রঃ) এর খাদেম মোঃ আব্দুল মুজিব জানান, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতিপুর দরবার শরীফে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার সুয়া বাবা ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা মুর্শিদ ক্বেবলা সুরুজ শাহ্ এর আদেশে আমি বিগত ১৯ বছর ধরে এলাকার সবাইকে নিয়ে তৌফিক অনুযায়ী তা পালন করে আসছি। আল্লাহ চাহেতো আগামিতেও এ আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে অনুষ্ঠানমালা সফল করতে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।