শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র উদ্যোগে

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

শেখ নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ এই পর্যন্ত দেখেছেন

বৃটেনের ম্যানচেস্টার টু সিলেট  ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার  সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর। সভায় বিশেষ অতিথি হিসেবে  বিভিন্ন শহর থেকে আগত কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যাবসায়ী প্রতিনিধি,  এবং কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ১ লা ফেব্রুয়ারী ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তা প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের সল্পতা ,আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা ও বিমানের রক্ষনাবেক্ষনের অযুহাত দেখিয়ে এ রুটের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সভায় অন্যান্য বক্তারা বলেন হজ্ব কার্যক্রম পরিচালনা করতে হলে সরকার বিমান ভাড়া করে হজ্ব কার্যক্রম পরিচালনা করতে পারে। বর্তমান সরকার এর  কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে দুষ্কৃতকারীদের ফাঁদে পা দিয়েছে। এধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে আহবান জানান।অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যাক্ত করেছেন।

এছাড়াও সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা ও অন্যান্য এয়ারলাইনস এর ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102