শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

নিউইয়র্কে বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ এই পর্যন্ত দেখেছেন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে একে একে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ছাত্রলীগ শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বহনকারী একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাঁচ বারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার বক্তব্য শুরু হতেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগের সৃষ্টি হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ একসময় উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল। রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, ইন্টারনেট, ব্যবসা-বাণিজ্য ও জনগণের নিরাপত্তাসহ সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় ছিল।

তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “শোধখোর ইউনুস সরকার দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মী, সংখ্যালঘু ও নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, বিচারব্যবস্থা ভেঙে পড়েছে।” এ ধরনের আরও বক্তব্যে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

শেখ হাসিনার বক্তব্যের পর ছাত্রলীগের নেতৃবৃন্দ তার সঙ্গে কথা বলেন এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি গঠনের অনুমতি চান। শেখ হাসিনা এতে সম্মতি দিলে উপস্থিত নেতাকর্মীরা পুনরায় স্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল।

পরবর্তীতে শেখ হাসিনার অনুমতি নিয়েই কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছাত্রলীগের ঐতিহ্য ও সাংগঠনিক শক্তি পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড,সিদ্দিকুর রহমান, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট খুরশিদ আনোয়ার বাবলু, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াৎ আলী, জুয়েল আহমেদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা জয়নাল আবেদীন, সহ সভাপতি শামসুদ্দিন আজাদ,সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহীম বাদশা,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল,বংগবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান,সাংবাদিক শাবান মাহমুদ,ন,যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসেন,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102