পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
চ্যানেল এস তেঁতুলিয়া প্রতিনিধি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আফরোজ শাহীন খসরু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনপদের সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে এই চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।” তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব বলেন, চ্যানেল এস সবসময় সব কথা এবং সবার কথা বলে। আমরা তৃণমূলের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, উপজেলা আইসিটি অফিসার নবীউল করিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ, শিক্ষক ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা ও সংবাদ কর্মীদের মধ্যে এসকে দোয়েল, হাফিজুর রহমান হাবিব, জুলহাস উদ্দিন, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান, আরিফুল ইসলামসহ সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।