মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজার আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুনামেন্টে সম্পন্ন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর বিবৃতি নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বোদায় ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক কচুরিপানার আগ্রাসনে সৌন্দর্য হারাচ্ছে জৈন্তাপুর ডিবি হাওর শেষবারের মতো স্ত্রী ও সন্তানের লাশ দেখতে হলো কারাগার গেটে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সংবর্ধিত

বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
চ্যানেল এস তেঁতুলিয়া  প্রতিনিধি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আফরোজ শাহীন খসরু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনপদের সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে এই চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।” তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব বলেন, চ্যানেল এস সবসময় সব কথা এবং সবার কথা বলে। আমরা তৃণমূলের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, উপজেলা আইসিটি অফিসার নবীউল করিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ, শিক্ষক ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা ও সংবাদ কর্মীদের মধ্যে এসকে দোয়েল, হাফিজুর রহমান হাবিব, জুলহাস উদ্দিন, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান, আরিফুল ইসলামসহ সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102