মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তির ফলাফলে সেরা

বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে সেরা হয়েছে বাগবাড়ি মডেল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৩৬ জন পরিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৪ জন। এর মধ্যে  ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৮ জন শিক্ষার্থী ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি পেয়েছে।
উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪ জনই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। পৌর শহরের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৪ জন। ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ৫ জন শিক্ষার্থী এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯ জন শিক্ষার্থী।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাছুম মিয়া জানান, উপজেলায় পরিক্ষার্থী ছিলো ১ হাজার ৫৮৬ জন। এর মধ্যে বালক ৬২৮ ও বালিকা ৯৫৮ জন। প্রাথমিকে ট্যালেন্টপুলে ১০৫ জন শিক্ষার্থী ও সাধারণ গ্রেডে ১৩৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এদিকে ফলাফল প্রকাশের পর  বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক বৃত্তি পরিক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়। এতে উল্লেখ করা হয়েছে কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃ যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভুত হওয়ায় ২৮ ফেব্রুয়ারি “২৩ ইং তারিখ প্রকাশিত ফলাফল স্থগিত করা হলো। আগামি ১ মার্চ ২০২৩ ইং তারিখ প্রাথমিক বৃত্তির ফলাফল পুনঃপ্রকাশ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102