মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে যুক্তরাজ্যে ক্রয়ডন শহরের কাউন্সিলর, সাবেক মেয়র, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন ও মৌলভীবাজার বার্তার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পত্রিকা দু’টির সম্পাদক সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে ও মাহমুদুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ক্রয়ডন শহরের কাউন্সিলর ও সাবেক মেয়র হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও কমিউনিটি লিডার জুবায়ের কবির, বিশিষ্ট সমাজকর্মী ও কমিউনিটি লিডার রাহেনা কবির চৌধুরী, সমাজকর্মী ও কমিউনিটি লিডার হালিমা কবির চৌধুরী, লেখক ও শিক্ষক সাওদা মুমিন।
সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, নুরুল ইসলাম শেফুল, বকশী মিছবাহ উর রহমান, মোহাম্মদ আবু তাহের, অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা কমিউনিটি লিডারদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। দেশের বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে সবসময় সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয়।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম