পঞ্চগড় জেলার তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কের বোয়ালমারী বাজার এলাকায় মধ্যরাতে শেয়ালের সাথে মোটরসাইকেল এর ধাক্কালেগে আরোহী তৌসিফ খান মুসা (২২) এর মৃত্যু হয়েছে। তার সাথে থাকা সহ যাত্রী শাহারিয়ার (২৩) মনির হোসেন (২০) গুরুতর আহত অবস্থায়
তেতুলিয়া হাসপাতালে চিকিৎসা ধীন রযেছেন।
নিহত তৌসিফ তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানাযায়, বুড়াবুড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শালবাহান বোয়ালমারী নামকস্থানে মহাসড়কের উপর শেয়ালের সাথে মটরসাইকেলের ধাক্কালেগে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে সোমবার (২০ অক্টোবর) তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন, দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।