শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত

মোহাম্মদ বদরুল হক মনসুর
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে ওয়েষ্ট মিডল্যান্ডস সাফারি পার্কে ফ্যামিলি ডে ট্রিপ ও গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে, সাড়া বিশ্বের ন্যায় বৃটেনে এখন ধুমধাম চলছে গ্রীষ্মকালীন বনভোজন। পিকনিক স্পটে হই হুল্লোড়-আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা। একদিনের ভ্রমণ বা ডে ট্রিপ (Day Trip) অথবা একদিনের ট্যুর হচ্ছে, কাছাকাছি কোনো গন্তব্যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘুরে আসার চমৎকার উপায়।

কমিউনিটির একে অন্যের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইংল্যান্ডের ওয়েষ্ট মিডল্যান্ডস সাফারি পার্কে কোচ বহরে এক ফ্যামিলি ডে ট্রিপ এর আয়োজন করে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন।

বিভিন্ন পরিবার থেকে আনা খাবার বিরিয়ানি, পিয়াজি,সন্দেশ, সালাদ, ফল, বিভিন্ন ধরনের ড্রিজাট, এবং মিষ্টি সহ নানা ধরনের মজাদার খাবার আনন্দঘন পরিবেশে একে অন্যের সাথে ভাগাভাগি করার দৃশ্য এ যেনো এক প্রাণের বন্ধন।

ডে ট্রিপে মহাণ আল্লাহু রাব্বুল আলামিনের সৃষ্টির বহু নিদর্শন দেখতে পারা সহ  সবাই স্বপরিবারে সুন্দর ও কোয়াালিটি সময় পার করেছেন অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং সংগঠন এর জেনারেল সেক্রেটারি এম আসকর আলীর পরিচালনায় পিকনিক স্পটে উৎসবের আনন্দ সভায়  বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর। গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলফেয়ার এর ডিরেক্টর নজির উদ্দিন, কার্ডিফ  বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল আহাদ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, ফটো সাংবাদিক সেবুল আলী, আব্দুল মোত্তালিব ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স ডিরেক্টর  রকিব উজ্জামান মনসুর, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ব্রিটেনের সামার হলিডের আমেজের শুরুতে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য ও অনাবিল আনন্দ উপভোগ করতে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয় উদ্দ্যোগ বলে উল্লেখ করে কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও সবাইকে কিছুটা আনন্দ দিতে বিপুল সংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত এক মিলন মেলায় পরিনত হয় এই বার্ষিক বনভোজন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন আব্দুল হান্নান শহীদুল্লাহ্  বলেন বনভোজন বা পিকনিক একটি আনন্দদায়ক এবং সামাজিক কার্যকলাপ, যা মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং মানসিক শান্তি এনে দেয় এজন্য প্রতিবছরের মতো এবারকারকার  চমৎকার আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী দিনের ওয়েলফেয়ার এর প্রতিটি অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এম আসকর আলী ও অন্যতম ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার বলেন আমাদের ঐতিহ্যবাহী সংগঠনটি  প্রতিষ্ঠার পর থেকে যাবত এই ধরনের আয়োজন করে যাচ্ছে।আমাদের উদ্দেশ্য যান্ত্রিক জীবনে কিছু মুহূর্ত নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি এবং  ভ্রাতৃত্ববোধ তৈরি করা।

একটি চমৎকার এবং স্মরণীয় দিন ছিলো বলে অভিমত ব্যাক্ত করে অংশগ্রহণকারী পুরুষ ও নারীরা ওয়েলফেয়ার এর নেতৃবৃন্দকে এই সুন্দর আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102