শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

শ্রীমঙ্গল ইফতার মাহফিলে মহসিন মিয়া মধু

বিএনপিতে দুর্নীতিবাজ দখলবাজ ও লুণ্ঠনকারীদের স্থান নেই

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪২ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা বিএনপির নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এখানে কোন দুর্নীতিবাজ ধান্দাবাজ দখলবাজ, লুণ্ঠনকারীদের স্থান নেই। আমরা সকলে মিলে শান্তিতে থাকতে চাই, কোন চাঁদাবাজের ঠিকানা শ্রীমঙ্গলে হবে না এটা পরিষ্কার জানিয়ে রাখতে চাই। কারণ শ্রীমঙ্গলের সকল ধর্মের মানুষ আমার সাথে আছে, তারাই আমার শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। এ দলের নাম ভাঙ্গিয়ে যারাই অপকর্ম করবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে, অপকর্মকারীদের কোন দলীয় পরিচয় হতে পারে না।

শনিবার (২২ মার্চ)  শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ রেলওয়ে মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ চাঁদাবাজি ও লুটপাটের কারণে দেশ ছাড়তে হয়েছে। আওয়ামী লীগ থেকে আমাদের দলে এসে অনেকেই এসব কর্মকাণ্ড করার চেষ্টা করবে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ইফতার মাহফিল ও খেলাধুলার নামে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে কেউ চাঁদা দাবি করলে তাকে প্রমাণসহ আটক করে পুলিশের হাতে তুলে দিবেন। কোন ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না বলেও মন্তব্য করেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোস্তাকের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকশি মিছবাহুর রহমান, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ শামীম, যুগ্ন আহবায়ক আব্দুল করিম ঈমানী।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহ্বায়ক তারেক খন্দকার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, এমদাদুল হক, মকবুল হোসেন, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার, যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, মীর এম এ সালাম, টিটু দাসসহ শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102