সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন

কার্ডিফে দারুল ক্বিরাত এর সমাপনী ও সনদ বিতরণ

মোজাম্মেল আলী, কার্ডিফ
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন
বৃটেনের কার্ডিফ জালালীয়া মসজিদে দারুল ক্বিরাত-২০২৩ এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ আগস্ট)  দারুল কিরাত ব্যবস্থাপনা কমিটির সভাপতি কমিউনিটির প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে ও শাখার শিক্ষক কারী মো: মোজাম্মেল আলী ও ক্বারী মাওলানা আসাদুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল বিপুল সংখ্যক মুসল্লিদের আগমনে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্টানের শুরুতে দারুল ক্বিরাতের ছাত্র- নাহিম হাওলাদার ও খাদিজা আলী নোহা এর পবিত্র কোরআন তিলাওয়াত করেন।নাশিদ পরিবেশন করেন জালালিয়া মসজিদ কমিটির অন্যতম সদস্য ও শাখার লাইফ মেম্বার আব্দুল শাহিন ও ছানি জামায়াতের ছাত্র আব্দুল মালেক বাবাকার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আন্জুমানে আল ইসলাহ, ইউ.কের কাউন্সলর মেম্বার, আল ইসলাহ্’র গ্রেটার লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও টিভি প্রেজেন্টার মাওলানা আব্দুল কুদ্দুছ ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ, জালালীয়া মসজিদের খতিব ও ইমাম অত্র দারুল কিরাত শাখার নাজিম ও প্রধানক্বারী মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, জালালীয়া মসজিদের সাবেক ট্রাস্টি ও চেয়ারম্যান আলহাজ্ব আছাদ মিয়া, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি হারুন তালুকদার, সাবেক সেক্রেটারি লিয়াকত আলী, সাবেক সেক্রেটারি আনহার মিয়া, বিশিষ্ট সমাজ কর্মী ও সাংবাদিক রফিকুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল হান্নান শহীদুল্লাহ্ , শেখ আনওয়ার , সেক্রেটারি আনসার মিয়া, ক্বারী নুরুল ইসলাম, অভিভাবক ও সহকারি কারী মাওলানা জুবায়ের আহমদ মিনহাজ, মাওলানা আসাদুল হক, জনাব আলমগীর আলম, শেখ আতিকুজ্জামান আতিক প্রমূখ ।
এছাড়াও উপস্হিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব আশরাফ হোসেন, মসজিদ কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, সদস্য ফয়েজ মিয়া,জিলু মিয়া, হাফিজ ইমরান আহমদ
অভিবাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ ৷
আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের ফলাফল জানিয়ে উপস্হিত অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ এবং অভিবাবকদের মাধ্যমে সনদ ও পুরুষ্কার বিতরণ করা হয় ৷ দারুল ক্বিরাতের প্রায় ৫০ জন লাইফ মেম্বারদের কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড স্পনসর করেন কার্ডিফের বিশিষ্ট ব্যবসায়ি আরিফ আল আমিন হালাল ফুডের স্বত্তাধিকারি আলহাজ্ব আশরাফ হোসেন, ক্বারীসাহেবদের ক্রেস্ট স্পন্সর করেন আলহাজ্ব আব্দুল মজিদ , উপস্হিত ছাত্রছাত্রী ও উপস্হিত সকলকে খাবার সরবরাহ করেন জালালীয়া মসজিদ কমিটির এসিষ্টেন্ট সেক্রেটারি, কার্ডিফ রোস্টারের সত্ত্বাধিকারী মুহিবুর ইসলাম।
দারুল ক্বিরাত-২০২৩ কোর্সে খেদমতে সম্মানিত শিক্ষক গণ-মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, প্রধানক্বারী ও নাজিম হাফিজ মাওলানা ফারুক আহমদ , সহকারী নাজিম মাওলানা আসাদুল হক, ক্বারি মোজাম্মেল আলী, ক্বারি মাও: জুবায়ের আহমদ মিনহাজ, ক্বারি হাফিজ আলামিন আহমেদ শিপন, ক্বারি মো. কামরুল ইসলাম , ক্বারি মাও: মুজিবুর রহমান , হাফিজ ক্বারি জালাল উদ্দিন, ক্বারি মাও: আতিকুর রহমান ।
পরিশেষে অত্র কমিউনিটি, ছাত্র-ছাত্রী, তাদের পরিবারের সবার জন্য ও বিশ্বের সকল মুসলিমের জন্য মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102