সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান অনুষ্ঠিত বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

তামিমকে নিয়ে ‘বাজি’ মাহমুদের

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

এশিয়া কাপে লিটন দাসের সঙ্গী হয়ে বাংলাদেশের ইনিংস উদ্বোধন কে করবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তামিম ইকবাল ফিট না হওয়ায় এশিয়া কাপে খেলতে পারছেন না। বিকল্প ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিমকে। এছাড়া চরম অফফর্মে থাকা নাঈম শেখও টিকে গেছেন।

জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর ও বিবিসির পরিচালক খালেদ মাহমুদ সুজন ‘বাজি’ ধরেছেন প্রতিশ্রুতিশীল জুনিয়র তামিমকে নিয়ে। তার বিশ্বাস, জুনিয়র তামিম হবেন বাংলাদেশের উদ্বোধনী জুটির সমাধান।

লিটন দাস বছরখানেক ধরে নিয়মিত ইনিংস উদ্বোধন করে আসছেন। তার সঙ্গী হিসেবে ছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক মহাদেশীয় প্রতিযোগিতায় খেলতে পারছেন না। তার জায়গায় যুব বিশ্বকাপজয়ী তামিমকেই বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।

কারণও আছে। সবশেষ ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছেন বাঁহাতি ওপেনার।   ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই আসে ফিফটি। সর্বোচ্চ ৬৮। টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক (১৭৯)। তবে আলাদাভাবে নজর কাড়ে তার ব্যাটিংয়ের ধরন। প্রায় সব ম্যাচেই আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ব্যাটিং করেছেন ১১৬.৯৯ স্ট্রাইক রেটে। জুনিয়র এই তামিমের মধ্যে সিনিয়র তামিমের শুরুর দিনের ব্যাটিংয়ের মিল খুঁজে পান খালেদ মাহমুদ।

তরুণের ভেতরে বড় তামিমের ছায়া দেখেন তিনি, ‘(তানজিদ) তামিমকে আমি দেখি আসলে… এরকম যারা খেলে, তাদের থেকে আমরা কি আশা করি? দারুণ একটা সূচনা। ও ওরকমই ক্রিকেটার। সিনিয়র তামিমের ছোটবেলা যদি মনে করি, ও যেরকম ব্যাটিং করতো, আমার মনে হয় জুনিয়র তামিম একই রকম ব্যাটিং করে। তানজিদ তামিমের এটাই স্টাইল। ও যদি এটা ধরে রাখে… আমি চাই ও ধরে রাখুক। ও যেন খুব একটা না বদলায়। আমরা যেন চাপ তৈরি না করি বাইরে থেকে।

তাকেই লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখতে চান খালেদ মাহমুদ। ‘বাজি’ও ধরেছেন তামিমকে নিয়ে, ‘(তানজিদের খেলার সম্ভাবনা) অবশ্যই আছে। আমি মনে করি তামিম হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। আমি জানি না, হয়তো নাঈমও থাকতে পারে। আমি মনে করি না, বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে। সেকেন্ড রাউন্ড (সুপার ফোর) খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশ খেলবে। সেরকম খেললে তো সুযোগ থাকবেই।’

‘তানজিদ ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। এশিয়া কাপে উইকেটও ভালো থাকবে। সেখানে যদি ও নিজের খেলাটা খেলে, বাংলাদেশকে দারুণ একটা সূচনা এনে দিতে পারবে।’ – যোগ করেন তিনি।

নাঈম শেখ দুই বছর পর আফগানিস্তানের বিপক্ষে দলে ফিরে তেমন কিছু করতে পারেননি।  দুই ম্যাচ খেলে তার রান ছিল ০ ও ৯। তাইতো তামিমকে নিয়ে বড় আশা টিম ম্যানেজমেন্টেরও।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102