শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

হাড্ডাহাড্ডি লড়াই টি-টোয়েন্টিতে, ভারত ২২৫, আয়ারল্যান্ড ২২১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়াই হল সমানে সমানে। দ্বিতীয় ম্যাচেই চমকে দিলেন আইরিশরা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ারা জিতলেন মাত্র ৪ রানে। ভারতের ৭ উইকেটে ২২৫ রানের জবাবে আইরিশদের ইনিংস থামল ৫ উইকেটে ২২১ রানে। ম্যাচটি হেরেও যেতে পারতেন হার্দিকরা। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ধস নামল ভারতীয় ইনিংসে। দীপক হুডা এবং সঞ্জু স্যামসন ছাড়া ভারতের কোনও ব্যাটারই রান পেলেন না। দ্বিতীয় উইকেটের জুটিতে তারা তুললেন ১৭৬ রান। তাতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গেল হার্দিক পান্ডিয়ার দল।

ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান করলেন হুডা। ৫৫ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত করলেন ৫৭ বলে ১০৪ রান। নিজের ইনিংসটি সাজালেন ৯টি চার এবং ৬টি ছক্কা দিয়ে। তাকে যোগ্য সহায়তা দিলেন সঞ্জু। তার ব্যাট থেকে এল ৪২ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস। ৯টি চার এবং ৪টি ছয় মারেন তিনি। তাদের পর ভারতের আর কোনও ব্যাটারই রান পেলেন না। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন সকলেই। ফলে ১ উইকেটে ১৮৯ রান থেকে শেষ ভারতের ইনিংস শেষ হল ৭ উইকেটে ২২৫ রানে। শেষ চার ওভারে ৬ উইকেট হারাল ভারত। খবর আনন্দবাজার পত্রিকার।

ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ছন্দে থাকা ঈশান কিশন (৩)। রান পেলেন না সূর্যকুমার যাদব (১৫)। খাতাই খুলতে পারলেন না দীনেশ কার্তিক (০), অক্ষর প্যাটেল (০), হর্ষল প্যাটেল (০)। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক (১৩) এবং ভূবনেশ্বর কুমার (১)। আয়ারল্যান্ডের সফলতম বোলার মার্ক আদের ৪২ রান দিয়ে নিলেন ৩ উইকেট। তার শিকার তালিকায় রয়েছেন সঞ্জু, ঈশান এবং হর্ষল। এ ছাড়া ক্রেগ ইয়ং ৩৫ রানে ২ উইকেট এবং জস লিটল ৩৮ রানে ২ উইকেট নেন।

জবাবে আয়ারল্যান্ডও শুরু করে আগ্রাসী মেজাজে। ওপেনার পল স্টার্লিং ছিলেন বেশি আগ্রাসী। তিনি ৫টি চার, ৩টি ছয়ের সাহায্যে ১৮ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন। উইকেটের অন্য প্রান্তে দায়িত্বশীল ইনিংস খেললেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। তিনি ৩৭ বলে করলেন ৬০ রান। ৩টি চার এবং ৭টি ছক্কা মারলেন বালবির্নি। তিন নম্বরে নামা গ্যারেথ ডেলানি (০) এবং পাঁচ নম্বরে নামা লরক্যান টাকার (৫) রান পেলেন না। পরে আইরিশদের ইনিংস টানলেন প্রথম ম্যাচের নায়ক হ্যারি টেক্টর এবং জর্জ ডকরেল। ২৮ বলে ৩৯ রান করলেন টেক্টর। ডকরেল শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১৬ বলে ৩৪ রান করে। ৩টি চার এবং ৩টি ছয় মারলেন তিনি। আদের অপরাজিত থাকলেন১২ বলে ২৩ রান করে।

ভারতের কোনও বোলারই আইরিশ ব্যাটারদের সমস্যায় ফেলতে পারলেন না। সফলতম বোলার রবি বিষ্ণোই ৪১ রানে ১ উইকেট নিলেন। একটি করে উইকেট নিয়েছেন ভূবনেশ্বর, হর্ষল এবং উমরান মালিক। ভারতীয়দের দুর্বল বোলিংয়ের জন্য আয়ারল্যান্ড ম্যাচ প্রায় জিতেই যাচ্ছিল। ম্যাচের শেষ দু’বল ভালো করে জয় এনে দিলেন উমরান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102