

স্টাফ রিপোর্টার, বাহরাইন: বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন ক্রীড়া প্ৰতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আইনুল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইনের সভাপতি কয়েস আহমেদ, বাহরাইন প্রবাসী ব্যবসায়ী আব্দুল হান্নান, নূর ইসলাম, আলাউদ্দিন আহমেদ, সিয়াম শাহ. মনির হোসেন, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সুখ দুঃখ, মনের কথা বাংলাদেশি মিডিয়ায় তুলে ধরায় বাংলাদেশ সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নারীদের অংশগ্রহণে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাসিমা বেগম ও দ্বিতীয় স্থান অর্জন করেন রুলি পাল। কিশোরীদের মধ্যে বিজয়ী হন যথাক্রমে সাবিহা নাসির নওরীন ও জহুরা। বাস্কেটবল নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ী হন সিরাজুল ইসলাম চুন্নু।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় পুরস্কারে দাতা হিসেবে ছিলেন এনাম আল আবায়াতের ম্যানেজিং ডাইরেক্টর আল মারুফ, বিডি ফুড বাহরাইনের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল হান্নান এবং পারফিম পয়েন্টে ও ম্যাক স্টার লাইন ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মো. আতিক।