

বিশিষ্ট সমাজসেবক,, কমিউনিটি ব্যাক্তিত্ব, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা সদরের বালিকান্দি গ্রামের কৃতিময় পুরুষ,আলহাজ্ব জি এম মাহমুদ মিয়া শুক্রবার (২৪ অক্টোবর) লন্ডন সময় রাত ১২.১৪ মিনিটে যুক্তরাজ্যের বার্মিংহামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ এর সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য যে, একসময়ের কানাডার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জি এম মাহমুদ মিয়া দীর্ঘদিন কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন সহ
সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার এর চেয়ারম্যান, কানাডা মৌলভীবাজার সমিতি সহ মৌলভীবাজার জেলা আন্দোলন, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবং মৌলভীবাজার জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইন এর একজন অন্যতম পৃষ্টপোষক ছিলেন। তিনি নিজ এলাকার মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন।
তিনি একজন জনপ্রিয় কমিউনিটি নেতা, পরোপকারী, জনহিতৈষী ব্যক্তিত্ব হিসাবে আজীবন মানুষের জন্য নিষ্টা ও নিরলসভাবে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে । তার মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল কো অর্ডিনেটর হেলেন ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, ডিরেক্টর আব্দুর রউফ তালুকদার, ইউকে বিডি টিভি.কমের সম্পাদক কাওছারুল আলম রিটন, সাবেক ছাত্রনেতা হাজী আব্দুল বাছিত, বদরুল মনসুর, শাওন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ এক লিখিত বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর বলেন, বিশ্বময় বসবাসরত বাংলা ভাষাভাষী পরিচিত মানুষের মতো আমরাও সবার প্রিয় এই আপনজন এর মৃত্যুতে শোকে মুহ্যমান। তিনি ছিলেন আমার একজন আত্মার আত্মীয়,অতি আপনজন, তিনি ছিলেন মানবতার সেবায় নিবেদিত এক প্রেরণাদায়ক ব্যক্তিত্ব, যিনি সমাজের প্রতিটি স্তরে ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যুতে কমিউনিটি তথা সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। ইউকে বিডি টিভির পক্ষ থেকে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ দেশে বিদেশের সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানাচ্ছি দয়া করে সবাই দোয়া করবেন মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেনো এই ভালো ও মানবিক মানুষটিকে জান্নাতবাসী করেন, আমিন।