শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে

লন্ডনে ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল এর সমাবেশ অনুষ্ঠিত

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৮ এই পর্যন্ত দেখেছেন

মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লন্ডন বিবিসি বর্ডকাষ্ট হেডকোয়ার্টার  প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ইউকে-এর সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী।

অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আলীমুজ্জামান, ফজলে রাব্বি স্মরণ, তারেক রায়হান, নারী নেত্রী রুজি বেগম, এডভোকেট তাসলিমা খানম রিভীন, কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মমিন আহমেদ, শাকিল সোহাগ, নেওয়াজ শরীফ জনি, মোঃ ছাবিদ মিয়া, রুনু মিয়া, আল জাবির, আব্দুর রশীদ, আয়েশা সিদ্দিকী, আহসানুর রহমান, জান্নাতুল ফেরদৌস এবং ইশরাত সাদিয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা কেবল ব্যক্তি নয়, গোটা সমাজকেই বিপন্ন করছে।”

দৈনিক ভোরের কাগজ-এর যুক্তরাজ্য প্রতিনিধি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া এবং মানবাধিকার কর্মী মোঃ মাসুম বিল্লাহ সমাবেশে উপস্থিত থেকে সংগঠনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান।

সমাবেশ শেষে সাম্প্রতিক সময়ে নিহত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানের পর বিবিসি নিউজ প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে আন্তর্জাতিক মহলকে মানবাধিকার রক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102