শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জাঁকজমকের সঙ্গে শ্যামা পুজা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজারের পাহাড় বর্ষিজোড়া মদন মোহন মন্দিরে ভজন কীর্তন, নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয় শ্রীশ্রী শ্যামা পুজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৮টায় আলোচনা সভায় চাম্পা লাল বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কবি অসিত দেব।
রবিলাল বর্ধনের গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক ধর্মীয় গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার, এডভোকেট মনতোষ দাস, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সাগর সাহা, ডাক বিভাগের সহকারী পরিদর্শক বিস্বজিত দেব, সমাজসেবক নিত্যানন্দ দেব বাবুল।
স্বাগত বক্তব্যে ইরেশ লাল বৈদ্য বলেন, আমি ছোট থেকে এই গ্রামে বড় হয়েছি। দীর্ঘ ষাট বছরের মধ্যে এমন বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের গ্রামে হয়নি। অন্যন্য অনুষ্ঠান হয়েছে, তবে এতো কন্ঠশিল্পী, এতো নৃত্যশিল্পীর সমন্বয়ে গনণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই প্রথম এধরনের অনুষ্ঠান হলো।
প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কবি অসিত দেব তার বক্তব্যে বলেন, এতো বড় আয়োজন অল্প সময়ের মধ্যে করাটা খুব কষ্টের। তিনি মূল আয়োজক, সঞ্চালক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বরচিত কবিতা পাঠ করে শুনান। এছাড়াও সুভাষ চন্দ্র সরকার, বিস্বজিত দেব প্রমুখরা কবি অসিত দেবের কবিতা পাঠ করেন।
সাংবাদিক রিপন কান্তি ধর রুপক এর পরিচালনায় ও সঞ্চালনায় দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন, সন্ধীপ দাস শংকর, বিলাসী মজুমদার, বিনয় কান্তি দেবনাথ, শ্রীকান্ত চন্দ, প্রীতি চন্দ, দীপ্ত, প্রিয়ম, রোশনী পুতুল, অর্পিতা পাল, রুপা, ষষ্ঠী দেবনাথ, স্নেহা বৈদ্য, প্রিয়ম বৈদ্য, সেঁজুতি তালুকদার, দিপক মজুমদার প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শ্যামাশ্রী দাশ মৌমি, শর্মী, স্পর্শিয়া, সিনথিয়া, সংগীতা, আরশিয়া সহ স্থানীয় নৃত্যশিল্পীরা।
অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী তিথী রায়। যন্ত্রে ছিলেন দুলাল রায়, বিদ্যুৎ পাল, উদয় ও রাজিব ঘোষ। রাত ২টায় শ্রীশ্রী শ্যামা পুজা কেন্দ্রীক বৃহৎ এ অনুষ্ঠানটি সমাপনী টানা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102