

জনতা ব্যাংকের “আমানত হিসাব খোলা ও পুরস্কার প্রদানের বিশেষ কর্মপরিকল্পনা–২৫” এর আওতায় মৌলভীবাজার এরিয়ায় সর্বোচ্চ আমানত হিসাব খোলার গৌরব অর্জন করেছেন জনতা ব্যাংক পিএলসি, শ্রীমংগল শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সালাহ্ উদ্দিন।
এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রীমংগল শাখার ব্যবস্থাপক মো: সালাহ্ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার এরিয়ার ডিজিএম রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার এরিয়ার ডিজিএম রফিকুল ইসলাম ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন এরিয়া অফিসের এজিএম তাহমিনা আক্তার, মৌলভীবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো: আক্তার হোসেনসহ সকল কর্মকর্তা।
শাখা ব্যবস্থাপক কর্মঠ, দক্ষ ও সদা-প্রফুল্ল হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, মো: সালাহ্ উদ্দিনের এই অর্জন নিঃসন্দেহে প্রতিটি কর্মকর্তার জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস।