সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

মৌলভীবাজারে

শিল্পকলা একাডেমি’র উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে মৌলভীবাজারের ১৫ জন গুণীজনকে সম্মাননা প্রদান করেছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ‘গুণিজন সম্মাননা’ ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জন্য মোট ১৫ জন শিল্প-সাহিত্য-সংস্কৃতিসেবীকে এ সম্মাননা প্রদান করা হয়।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম।

গুণীজনদের সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, সংগীত ও নাটকের সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন।

শিল্প-সংস্কৃতির বিভিন্ন শা্খার মধ্যে সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মোহাম্মদ আকবর, মোস্তফা সেলিম ও মুজিবুর রহমান মুজিব, সঙ্গীতে সেলিম চৌধুরী, মো. তারেক ইকবাল চৌধুরী ও নাদিরা আক্তার, নাট্যকলায় আবদাল মাহবুব কোরেশি, মো. দেলোয়ার হোসেন ও মো. তাজুল ইসলাম, চারুকলায় ওয়ালীউর রহমান, যন্ত্রসংগীতে দুর্গা প্রসাদ দোশায়ারা ও প্রসাদ দাস, লোকসংস্কৃতিতে সিরাজুল ইসলাম তোলা ও মো. আব্দুস সহীদ, সাংস্কৃতিক সংগঠক ইন্দ্রজিৎ দেবকে সম্মাননা প্রদান করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102