সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

অভিষেক অনুষ্ঠান ১৪ অক্টোবর

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওন কমিটি গঠিত

নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৫ এই পর্যন্ত দেখেছেন

গ্রেটার সিলেট কমিউনিটি ইন ইউকে নর্থ রিজিওনের কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় একটি রেষ্টুরেন্টে রিজিওনাল নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ মুরব্বি  হাজী কবির উদ্দিন এর সভাপতিত্বে, সংগঠন এর কেন্দ্রীয় ট্র্বেজারার এম আসরাফ মিয়া ও  যুবসংগঠক এনামুল হক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  করেন আব্দুল মন্নান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হাজী ফয়জুর রহমান চৌধুরী, সাবেক মেয়র কাউন্সিলর ফুলজার আহমদ, শেখ মোহাম্মদ মানিক মিয়া,  হাজী জিতু মিয়া, হাজী রুকনুজ্জামান, আনোয়ার হুসেন, কবির উদ্দিন, লয়লু মিয়া, আব্দুল খালিক, আব্দুল মালিক লুৎফুর, এনামুল হক, রুহেল মিয়া, সাহীন আহমদ, মনির পারভেজ, পংকি মিয়া, আব্দুল কুদ্দুস, আশক আলী, সুন্দর আলী, আজাদ আলী, আলেক্স মিয়া, হেলাল মিয়া, এমদাদুল হক, সিরাজ মিয়া, নজমুল ইসলাম, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন ও মুসা আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায়  আগামী ১৪ ই অক্টোবর নর্থ রিজিওনাল  নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত অনুষ্ঠান সফল করতে নব গঠিত কমিটির পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সভা চলাকালে টেলিকনফারেন্সে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সংযুক্ত থেকে নর্থ রিজিওনের নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।

ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিকীকরণ ও বিমান ভাড়া কমানোর দাবি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার দাবি জানিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স  কনভেনর  ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ নেতৃবৃন্দ যুক্তরাজ্য থেকে সিলেটে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে। একই সঙ্গে, বিমানের ভাড়া কমানো এবং যাত্রীসেবা উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102