শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

মালদ্বীপ বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মাহমুদুল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৫ এই পর্যন্ত দেখেছেন

মালদ্বীপ বিএনপির  উদ্যোগে মালদ্বীপের  রাজধানী মালেতে এক ইফতার ও দোয়া মাহফিলের  অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানী মালের তিন তারকাবিশিষ্ট ম্যানহাট বিজনেস হোটেলের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
মালদ্বীপ বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম এর সঞ্চালনায় ও মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রবাসী বাংলাদেশী ডাক্তার  কে এম হুরিয়া পারভীন,  মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।প্রচার সম্পাদক খলিলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের প্রত্যাশা কামনা করেন। তাই দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রবাসে অবস্থানরত সকল নাগরিককে স্ব-স্ব দেশের আইন মেনে চলে বিএনপি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশনায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিগত দেড় যুগ ধরে খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। আগামী দিনে ও দেশের জনগণের স্বার্থ রক্ষায় প্রবাসীরা কাজ করা যাবে মালদ্বীপ বিএনপি।
অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ জুলাই এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আহত নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মালদ্বীপ বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মালদ্বীপ বিএনপি’র উপদেষ্টা মোহাম্মদ কাশেদুল হক, আবদুল ছালিম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: নেহের মিয়া রানা, সহ-সভাপতি আলতাফ হোসাইন , মো: শাহাআলম, মোহাম্মাদ ফারুক, আলমগীর মজুমদার, রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইয়াসিন মজুমদার, মো: মানিক হোসেন, মোহাম্মদ আবু জাহের, সহ প্রচার মোহাম্মদ পিয়াস,দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, কোষাধক্ষ্য আব্দুল্লাহ কাদের, হায়দার আলী সাবু প্রমূখ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102