শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

জিয়ার খেতাবে হাত দিলে, হাত আগুনে পুড়বে: গয়েশ্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে সেই হাতে ফোসকা ফুটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে সেই হাতে ফোসকা ফুটবে, আগুনে পোড়ার মতো ছাই হয়ে যাবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক সমাবেশে গয়েশ্বর রায় এ কথা বলেন। বিএনপির ঢাকা জেলা কমিটি এর আয়োজন করে।

আওয়ামী লীগ সরকারকে প্রতিবেশী দেশের তল্পিবাহক আখ্যায়িত করে গয়েশ্বর বলেন, ‘আমি বছর ৭-৮ আগে বলেছিলাম “দিস গভর্নমেন্ট ইজ নট বাই দ্য পিপল, নট ফর দ্য পিপল, নট অব দ্য পিপল। দিস গভর্নমেন্ট ইজ বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অব দ্য ইন্ডিয়া।” সুতরাং আজকে যা কিছুই হচ্ছে, সে বিষয়ে ভারতের একটি অংশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে না পেলেও মনের দিক থেকে তারা এই দেশটাকে শোষণ করছে।’

অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা প্রেসক্লাবের সামনে হামলা করবেন, পার্টি অফিসের সামনে হামলা করবেন, আমাদের জায়গা দেবেন না। এই বিস্তৃত বাংলাদেশে একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরাও জায়গা দেয়নি। মুক্তিযোদ্ধারা লুঙ্গি পরে স্টেনগান নিয়ে ধানখেত, গমখেত, খালে-বিলে থেকে ওদের প্রতিহত করেছে। আমাদেরও ধানখেত আছে, আমাদেরও খাল-বিল-নদীনালা আছে। সেই সব দুর্গ থেকে মোকাবিলা করা হবে।’

বিএনপির ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও হাবিব–উন–নবী খান, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102