

স্টাফ রিপোর্টার ঢাকা: রাজধানীর সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা নিয়ে সিভিল সার্জন ছাড়া অন্যদের গণমাধ্যমে কথা বলার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার নেওয়া থেকে সাংবাদিকদের বিরত থাকতে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব কথা বলা হয়।
এতে ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ করে বলা হয়, বিরাজমান কভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
একইসঙ্গে গণমাধ্যম কর্মীদের রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে বলা হয়, হাসপাতালে গিয়ে রোগীর ছবি তোলা ও ভিডিও করা রোগীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তাই এ সংক্রান্ত কোনো তথ্য-উপাত্ত নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকা জেলা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।