

মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.) বীর বিক্রম, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ফুটবলার। আশির দশকে জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে অভিষেক। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ হন। পরে বিএনপিতে যোগ দেন। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের রাজনৈতিক গতিপ্রকৃতির পাশাপাশি তিনি বলেছেন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
■ ২০১৬ সাল থেকে বিএনপিতে কাউন্সিল নেই, রাজপথে তাদের আন্দোলন নেই।
■ আমাদের একটি স্বাধীন ভূখণ্ড আছে, কিন্তু মানুষের স্বাধীনতা নেই।
■ সব সরকারের আমলেই কমবেশি নির্বাচনে কারচুপি হয়েছে।
■ দুঃশাসনের অবসান ভোটের মাধ্যমে হলেই সবার জন্য মঙ্গলের।
■ একটি পদ্মা সেতু, দু–চারটি ফ্লাইওভার তৈরিকে উন্নয়ন বলা যায় না।
■ আমি জানি না যে বিএনপি কে চালাচ্ছেন। অনুমান করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করে চালাচ্ছেন।
■ ১৯৯১-৯৬ সালে বিএনপি সরকার অনেক ভালো ছিল। ২০০১-০৬ সালে সেই সুনাম রাখা যায়নি।