হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মো. রাজু মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোররাতে মাধবপুর থানাধীন হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু মিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন মিয়ার পুত্র।
র্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার আফসান আল আলম জানান, গ্রেফতারকৃত রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। তাকে ধরতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।