শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা যুবলীগ নেতার মুক্তির দাবিতে বি এন পি কর্মীদের বিক্ষোভ ওয়েলসে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন হত্যা মামলার আসামিকে খালাসের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য কল্যাণ সাহা, শাহনাজ পারভীন সোমা, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা জানানোর পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, জয় বাংলা সাংবাদিক মঞ্চ।

১৫ আগস্ট উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে রক্ত দিচ্ছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

এছাড়াও জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102