সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান অনুষ্ঠিত বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

জাপানে টাইফুন ল্যানের আঘাত, ৮শ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ল্যান। প্রবল বৃষ্টি ও ব্যাপক বাতাসের সঙ্গে শক্তিশালী এই টাইফুনটি মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে জাপানের পশ্চিমাঞ্চলে আঁছড়ে পড়ে।

এই ঘটনায় পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।টাইফুন ল্যানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার।এছাড়া হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম জাপানে টাইফুন ল্যান আঘাত হানার পর প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

প্রশান্ত মহাসাগর থেকে কাছাকাছি এসে টাইফুন ল্যান মঙ্গলবার ভোরে রাজধানী টোকিও থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওয়াকায়ামা অঞ্চলের দক্ষিণ প্রান্তে আঘাত হেনেছে। শক্তিশালী টাইফুনটি ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের সাথে মধ্য ও পশ্চিম জাপানের বিস্তৃত অঞ্চলজুড়ে আঁছড়ে পড়ে।

টেলিভিশনের ফুটেজে পূর্ব এশিয়ার এই দেশটির নদীগুলোতে পানির স্রোত বয়ে যেতে এবং পানির চাপে তীর উপচে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে বলে দেখা যাচ্ছে।

এলাকায় বাড়িঘর এবং দোকানের মেঝেতে পানি ঢুকে পড়ায় সেগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে এবং নারা শহরে প্রবল বাতাস বছে।

বিদ্যুৎ সেবাদানকারী আঞ্চলিক ইউটিলিটিগুলোর তথ্য অনুসারে, মধ্য ও পশ্চিম জাপানের প্রায় ৯০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চেইন শপ সেভেন-ইলেভেনের ২১০টি আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে।

প্রবল বৃষ্টি ও বিপজ্জনক বাতাসের কারণে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পশ্চিম জাপানে কয়েক ডজন ট্রেন লাইনে পরিষেবা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যাঞ্চলীয় টোকাই অঞ্চলে প্রায় ৩৫০ মিমি বৃষ্টিপাত হবে বলে ধারনা করা হচ্ছে। যা আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় তিনগুণ বেশি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102