জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার এখনো হয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির বিচার হয়েছে মাত্র। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের এখনো বিচারের আওতায় আনা সম্ভব হয়নি।
এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে কমিশন গঠন করা জরুরি।বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে এই চক্রটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল।
তাই আমরা যারা মুক্তিযুদ্ধের মূল চেতনাতে বিশ্বাস করি তাদেরকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
শ্যামল দত্ত আরো বলেন, মুক্তিযুদ্ধের মৌলিক যেসব চেতনা ছিল তা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ গঠন করা যাবে না, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা প্রতিষ্ঠিত হবে না।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন-চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন-চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বর্তমান সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সাংবাদিক আসিফ সিরাজ, ডেইজি মওদুদ প্রমুখ।
নিউজ /এমএসএম