শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন

যে গাছ গুলি আপনার ঘরকে দূষণমুক্ত রাখবে

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

দূষণের মাত্রা বাড়ছে ক্রমশ। শরীরের উপর এর প্রভাব তো পড়ছেই। এই অত্যধিক দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘরও। দূষণের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি নিজেদের ঘরও কিন্তু দূষণমুক্ত রাখা প্রয়োজন। অনেকেই তাই মোটা টাকা খরচ করে দামি ‘এয়ার পিউরিফায়ার’ বা বাতাস পরিশোধক যন্ত্র বসান। কিন্তু প্রাকৃতিক উপায়েই ঘরের বাতাস দ্রুত পরিষ্কার করে ফেলা যায়। দরকার বিশেষ কয়েকটি গাছ। সেগুলি কী?

ডেভিলস আইভি বা পথোস

ডেভিলস আইভি বা পথোস

ডেভিলস আইভি বা পথোস

‘মানিপ্ল্যান্ট’ নামে পরিচিত এই গাছকে যে কোনও পরিবেশে সহজে বাঁচানো যায়। মাটিরও দরকার হয় না, শুধুমাত্র পানিতেই এই গাছ ভাল ভাবে বাড়তে পারে। একটু বেশি পানি দিতে হয়। তবে শীতকালে কম পানি দিলেও চলে। কুকুর এবং বিড়ালের জন্য এই গাছের পাতা বিষাক্ত। তাই বাড়িতে পোষ্য থাকলে তাদের থেকে দূরে রাখুন।

ইংলিশ আইভি

ইংলিশ আইভি

ইংলিশ আইভি

আইভি লতা ঢাকা বাড়ির ছবি অনেকেই দেখেছেন। অন্য দেশের ঠান্ডা আবহাওয়ার সারা বাড়ির দেওয়াল জুড়েই এই গাছ বাড়তে পারে। ভারতে অতিরিক্ত গরমে তা পারে না। কিন্তু ঘরের ভিতরে সহজেই এই গাছকে বড় করা যায়। একটু ঠান্ডা জায়গা দিতে পারলে ভাল। সরাসরি রোদে রাখলে এই গাছ নষ্ট হয়ে যেতে পারে। পোষ্যের জন্য এই গাছও বিষাক্ত। মানুষের ত্বকেও এই গাছের পাতার রস বেশি লাগলে সমস্যা হতে পারে।

অ্যানথুরিয়াম বা ফ্লেমিংগো

অ্যানথুরিয়াম বা ফ্লেমিংগো

এটি ঘরের যে কোনও জায়গায় রাখা যায়। আলো ভালবাসে এই গাছ। সারা বছর লাল রঙের ফুল ফোটে। পিস লিলি-র মতো এর মাটিও একটু ভিজে রাখতে পারলে ভাল হয়। ভিজে পরিবেশে খুব ভাল বাঁচে এই গাছ। তেমন পরিবেশে রাখতে পারলে ভাল। মানিপ্ল্যান্টের মতোই কুকুর এবং বিড়ালের জন্য এই গাছের পাতাও বিষাক্ত। ফলে এদের থেকে দূরে রাখুন। শিশুদের থেকেও দূরে রাখা উচিত এই গাছ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102