শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

তামিমের আনন্দটা বেশিক্ষণ টিকল না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

মুশফিকুর রহিমকে পেরোতে মাত্র ৯ রান দরকার ছিল তাঁর। শ্যানন গ্যাব্রিয়েলের বলটা যখন স্কয়ার লেগে ঠেলে দিতেই সেই আনন্দও পেয়ে গেলেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমকে পেরিয়ে তামিম আবার হয়ে গেলেন টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান।

কিন্তু ওই আনন্দটুকু পেতে না পেতেই শেষ তামিমের ইনিংস। পরের ওভারে কেমার রোচের বলে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি ওপেনার। ৯ রানেই আউট হয়ে গেছেন। এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০। ক্রিজে আছেন সাদমান ইসলাম (১৫*) ও তিনে নামা নাজমুল হোসেন (৫*)।

তামিম আউট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের দুই ওপেনারকে কী আত্মবিশ্বাসীই না লাগছিল! ম্যাচের প্রথম বলেই কেমার রোচকে কাভারে দারুণ ড্রাইভে চার মেরে শুরু করেন সাদমান। এখন পর্যন্ত তরুণ এই ওপেনারের ব্যাটে দারুণ নিয়ন্ত্রণ চোখে পড়ছে।

পরের ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের ফুল টসে দারুণ ফ্লিকে আবার চার মারেন সাদমান। দেখেশুনে বাজে বলে মারার পরিকল্পনাটা এর পরের ওভারে কাজে লাগিয়েছেন তামিমও। কেমার রোচের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বলকে কাভারে দারুণ শটে বাউন্ডারিছাড়া করে তামিম খোলেন রানের খাতা।

এর পরের ওভারে আবার নিয়ন্ত্রিত ব্যাটিং। গ্যাব্রিয়েলের লেগ স্টাম্পের বাইরের বলকে আলতোভাবে গ্ল্যান্স করে ফাইন লেগে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন তামিম।

তখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কী নিয়ন্ত্রিত লাগছিল। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ভিন্ন কিছুর চেষ্টা অবশ্য করে যাচ্ছিলেন। তিন স্লিপ তো ছিলই, সাদমানের পাঁজর বরাবর বলে তাঁর স্কয়ার লেগে ঠেলে দেওয়ার চেষ্টা দেখে গ্যাব্রিয়েল শর্ট লেগে একজন ফিল্ডারও নিয়ে আসেন। ওদিকে রোচ বারবার রাউন্ড দ্য উইকেটে এসে কোণ তৈরি করার চেষ্টা করছিলেন, বলকে স্টাম্পের দিকে ঢোকানোর চেষ্টা করছিলেন।

সেই চেষ্টাতেই এল সাফল্য। পঞ্চম ওভারের তৃতীয় বলে রোচের ভেতরে ঢোকা বলে পরাস্ত তামিম। বলটা পিচে পড়ার পর তামিমের অনুমানের চেয়ে বেশিই ভেতরে ঢুকেছিল, বলের লাইনে পা নেওয়ায় তাতে একটু ভুল হয়ে যায় তামিমের। বল তাঁর ব্যাটের ভেতরের দিকে লেগে আঘাত হানে স্টাম্পে।

নতুন ব্যাটসম্যান নাজমুলকে আসার পর থেকেই একের পর এক বাউন্সারে ‘স্বাগত’ জানাচ্ছেন গ্যাব্রিয়েল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102