বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে দু’-এক দিনের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শুক্রবার এ পূর্বাভাসের কথা জানিয়েছেন।তিনি জানান, সাগরে লঘুচাপের প্রভাবে আগামি তিন দিনে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে। তবে এটি আরও পশ্চিমে ভারতের দিকে প্রবাহিত হলে আমাদের এখানে তেমন উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। আমাদের সংস্পর্শে আসলে এর প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বাড়তে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102