শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

চট্টগ্রামে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২৯ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর সহযোগিতায় জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সদরঘাটস্থ মাঝিরঘাট চট্টগ্রাম লাইটারস শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যালয়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নদীতে থাকা জাহাজী শ্রমিক ও এতিমদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সামাজিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সামাজিক দায়বদ্ধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে হাসি ফুটে উঠে। তারা অনুভূতি জানাতে গিয়ে বলেন , এই হাঁড়কাঁপানো বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে আমাদের পাশে দাঁড়ানোয় আমরা আনন্দিত।

বক্তারা আরো বলেন, সমাজের যেকোনো কর্মকে যদি গুরুত্বারোপ করা হয়, তাহলে আমাদের দেশে ধনী-গরিব বৈষম্য থাকবে না। বিত্তশালীরা যদি এসব সামাজিক সংগঠনের কাজে এগিয়ে আসে, তাহলে বৈরী দুর্যোগের সময় খেটে খাওয়া মানুষগুলো কষ্ট থেকে রক্ষা পাবে।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, জান্নাতুল ইসলাম বৃষ্টি, মো. আব্দুল মোমেন, আমিনুল হক, নাদিয়া সুলতানা, সাংবাদিক নজীব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন তালুকদার।

উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, মোঃ ইয়াছিন ভূঁইয়া, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মোঃ ইয়াহিয়া খান কুতুবী, মোঃ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, খলিল সিকদার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102