শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

লায়নের দাপটে ছারখার ভারত

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

স্বপ্ন ছিল ইন্দোরে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট জোগাড় করা। আপাতত আমেদাবাদ পর্যন্ত স্বপ্ন স্থগিত রাখতে হচ্ছে। সিরিজের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনালের ভাগ্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ঠিক হবে। ইন্দোরে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে অজিরা প্রথম ইনিংস থেকে নিয়েছিল ৮৮ রানের লিড। এবার দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩ রানে অলআউট হয়েছে। লিড শোধ করে প্রথম দুই টেস্টে পরাজিত হওয়া অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্য দিয়েছে। তৃতীয় দিন জয়ের লক্ষ্যে নামবে সফরকারীরা।

এরআগে সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংসেই ধসে গেছে ভারত। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল রোহিত শর্মার দল। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে তুলেছিল ১৯৭ রান। ইন্দোরে প্রথম ইনিংসে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার কুনিম্যান ও ডানহাতি অফ স্পিনার নাথান লায়ন। কুনিম্যান নিয়েছিলেন পাঁচ উইকেট, লায়ন দখল করেছিলেন তিন উইকেট। ভারতের হয়ে ওই ইনিংসে ত্রিশ রানের বৃত্ত ভাঙতে পারেননি কেউ। বিরাট কোহলি সর্বোচ্চ ২২, শুভমন গিল ২১ এবং শ্রীকর ভারত ও উমেশ যাদব ১৭ করে রান করেছিলেন।

জবাবে অজিদের হয়ে উসমান খাজা ৬০ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৩১, স্টিভ স্মিথ ২৬ এবং ক্যামেরুন গ্রিন ২১ করে ফিরে যান। ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা চারটি এবং অশ্বিন ও উমেশ তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একা লড়েছেন চেতেশ্বর পূজারা। তিনি ১৪২ বল খেলে ৫৯ রান করেন। অষ্টম ব্যাটার হিসেবে আউট হন। এছাড়া শ্রেয়াস আয়ার ২৬, অশ্বিন ১৬, অক্ষর প্যাটেল ১৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে নাথান লায়ন ৮ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102