মঙ্গলবার ( ১৫ নভেম্বর ) লন্ডনের ড্রুমন্ড স্ট্রিট এর একটি অভিজাত রেষ্ঠুরেন্টে মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে এর কার্য্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ময়িজ মুহাম্মদ মজুমদার এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাছুমুর রহমান চৌধুরী রিপন এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
সভার শুরুতে সম্প্রতি দুরারোগ্যে রুগে আক্রান্ত হয়ে সৈয়দ এলাহী হক সেলু ও আব্দুর রব সিতুর মৃত্যুতে শোক প্রস্তাব উত্তাপন করেন ময়িজ মজুমদার উপস্থিত সবাই তাঁদের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্তদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি অনলাইন ভার্চুয়াল মিটিং , পরবর্তীতে একটি সাধারণ সভা ও সংগঠনের কার্যক্রম নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশনা ও পাবলিক মিটিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কমিটির অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নুরুল হক চৌধুরী কলা , কমিউনিটি নেতা এডভোকেট হারুনুর রশিদ , নূর উদ্দিন আহমদ , পারভেজ আহমেদ , মো: আক্কাছ খাঁন , মো শামীমুর রাশিদ বকুল , সুলতানুর রহমান চৌধুরী বকুল ও আবু সুফিয়ান প্রমুখ
সভাপতি তার বক্তব্যে মৌলভীবাজার জেলা তথা দেশের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউ কে এর কার্য্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন।