শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

নিখুঁত বোলিং করতে চান তাসকিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে অংশ নিতে আগামীকাল শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে নিজেদের সেরা এবং নিখুঁত বোলিং করতে চান পেস বোলার তাসকিন আহমেদ। 

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পেসার তাসকিন বলেন, নিজের শক্তির জায়গা, নিজের মৌলিকত্ব, নিজের আয়ত্তের মধ্যে থেকেই সেরাটা দিতে চাই। অবশ্যই খুব ইচ্ছার জায়গা যেন ম্যাচ জেতানোর পেছনে নিজের অবদান থাকে বা আমি একটা ম্যাচ জেতাতে পারি ও ভালো কিছু করতে পারি।

২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার আরও বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এসব জায়গায় যথাযথ স্পোর্টিং উইকেট থাকে। বোলার-ব্যাটসম্যান সবারই ভালো করার সুযোগ থাকে। তবে চ্যালেঞ্জ এখানে আরও বেশি। কারণ বাউন্স সমান থাকে, সুন্দর ক্যারি থাকে। এজন্য উপযুক্ত লেংথে ও ঠিক জায়গায় বল না করলে রান দেওয়ার শঙ্কাও আছে। কাজেই বাড়তি সু্বিধাও যেমন আছে, তেমনি আরও বেশি নিখুঁত হতে হবে।

দক্ষিণ আফ্রিকা সফরেই আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে পাচ্ছেন মোস্তাফিজ-তাসকিনরা। এ ব্যাপারে তাসকিন বলেন, আমরা রোমাঞ্চিত যে উনার মতো কিংবদন্তি একজন কোচের তত্ত্বাবধানে কোচিং করব। উনার কাছ থেকে যতটুকু নেওয়া যায়, নেওয়ার চেষ্টা করব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102