বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

করোনায় ইরানের শীর্ষ কূটনীতিক হাসানের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিক হাসান ইরলু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গছে, ইয়েমেনে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য তেহরানে নিয়ে আসার কয়েকদিন পরই তার মৃত্যু হলো। ৬৩ বছর বয়সী ইরলুকে গত বছর হুথি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় ইরান। মঙ্গলবার (২১ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তেহরানে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। ১৯৮০ সালে আট বছরের ইরান-ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি। তাছাড়া ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনীর ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের কারণেও আহত হয়েছিলেন ইরলু।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ।

১৯ ডিসেম্বর ইরানে প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। ধরনটি প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর এটি ৮৯টি দেশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে দেশে দেশে করোনার সংক্রমণও বেড়েছে। অনেক দেশই বাধ্য হচ্ছে লকডাউনে ফিরে যেতে।

জানা গেছে, ইরান তাদের মোট জনসংখ্যার ৬০ শতাংশ মানুষকে টিকা দিয়েছে। দেশটির আট কোটি ৫০ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। তাছাড়া কর্মকর্তারা দেশটির নাগরিকের যত দ্রুত সম্ভব বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102