বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘ডু অর ডাই’ ম্যাচের প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৮৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাঁচা–মরার ম্যাচ। হারলে বিদায়, ড্র করলেও চলবে না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণ নিয়ে বুধবার মালে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছে জামাল ভুঁইয়ারা।

খেলার শুরুতেই লিড নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচের ৯ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার ফ্রিকিকে মাথা ছুঁইয়ে গোলে করে বাংলাদেশকে এগিয়ে নেন সুমন রেজা।

দুই ম্যাচ পর আবার একাদশে সুযোগ পেয়েছেন সুমন। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন তিনি।

নেপালের সঙ্গে অলিখিত এই ফাইনালে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে নেপালের জন্য ফাইনালে যাওয়ার সমীকরণটা বাংলাদেশের চেয়ে একটু সহজই বলা যায়। জামাল ভূঁইয়াদের জয় আটকে কোনোরকম ড্র করে ১ পয়েন্ট পেলেই ফাইনালে যাবে তারা।

আজ একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে নেই আগের ম্যাচ খেলা মতিন মিয়া। তার জায়গায় খেলছেন সুমন রেজা।

এ ছাড়াও রহমত মিয়ার জায়গায় খেলছেন টুটুল হোসেন বাদশা। ইয়াছিন আরাফাত দুই হলুদ কার্ডের কারণে নেই। দলে ফিরেছেন রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।

আজ জিততে পারলে বাংলাদেশ ১৬ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের ফাইনাল খেলবে।

বাংলাদেশ একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক, বিশ্বনাথ, বাদশা, জামাল, ইব্রাহিম, রাকিব, বিপলু, সাদ উদ্দিন, সুমন রেজা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102