শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমির

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪২ এই পর্যন্ত দেখেছেন
আটোয়ারী, পঞ্চগড়, তেতুলিয়া এ তিন উপজেলা নিযে   পঞ্চগড় -১ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) দলটি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জামায়াতে ইসলামী’র জেলা আমির ইকবাল হোসাইন ও
 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।  ইতোমধ্যে আসনটিতে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, করছেন বিভিন্ন জনসংযোগসহ উন্নয়নমূলক কাজ৷
জানা গেছে, ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র। তিনি এর আগেও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার বাবা জমির উদ্দিন সরকার নির্বাচনে অংশ না নেয়ায় দ্বিতীয়বারের মতো তিনি প্রার্থী হচ্ছেন৷
এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাসদ-এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র রাশেদ প্রধান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102