বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের’ নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার দ্বিতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর বাঙালি সাংবাদিকদের ছয়টি প্রেসক্লাব রয়েছে ।আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব চার ভাগে বিভক্ত। তন্মধ্যে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাব একটি সংগঠন।এ সংগঠনের মধ্যে বিভক্তি নাথাকলেও প্রতিষ্ঠা কালিন সময়ের অনেকেই আবার আসছেন না। আরও একটি সতন্ত্র আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন নামে সংগঠন রয়েছে।

২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটির এবারের নির্বাচনে ক্লাবের ১০৫ জন সদস্যের মধ্যে ৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মঈন উদ্দীন নাসের  প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল।

কমিশনের ঘোষণায় জানা যায়, মনোয়ারুল ইসলাম ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৪৩ ভোট।

মনোয়ারুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক আজকাল’-এরং নিঊজ পোর্টাল নিউইয়র্ক কাগজ এর কন্ট্রিবিউটিং এডিটর।

সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মমিনুল ইসলাম মজুমদার। তার প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পেয়েছেন ২৫ ভোট।

নির্বাচন কমিশন জানায়, সহ-সভাপতি পদে আবিদুর রহিম, কোষাধ্যক্ষ পদে রশীদ আহমদ এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির অন্যান্য পদেও ফলাফল ঘোষণা করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহাথীর খান ফারুকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু এবং নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, ফারুক হোসেন ও শাহ আহমদ।

অনুষ্ঠানস্থলে নির্বাচিতদের অভিনন্দন জানান ক্লাবের সদস্যরা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে নিজেদের আশার কথা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102