বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুশাসনের জন্য নাগরিক এর পঞ্চগড় জেলা কমিটি গঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০ এই পর্যন্ত দেখেছেন
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পঞ্চগড় জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধায় পঞ্চগড় শহরের পাটি সেন্টারের হল রুমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তবিরুল ইসলাম মানিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ভুট্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে। সভার সভাপতিত্ব করেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) এবং যৌথভাবে সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ভুট্টু ও সাংবাদিক ডিজার হোসেন বাদশা।
সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা নিয়ে সভায় বছর ব্যাপি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে নবনির্বাচিত পুরো কমিটির নাম ঘোঘনা করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোশারফ হোসেন, এম এ হান্নান, সেলিনা পারভিন, হেজারুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক ডিজার হোসেন বাদশা, জাহাংগীর আলম, কোষাধক্ষ্য ছাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা ইমরান হোসেন রাজু, দপ্তর মাহাবুব আহসান, সাংস্কৃতিক গোপাল চন্দ্র, সেমিনার স্নিগ্ধা খন্দকার নেহা, সদস্য জহিরুল ইসলাম, হারুন অর রশীদ, মির্জা ছাদেকুল ইসলাম, শফিউল রিপন, শম্পা রায়, এম এ বাসেদ, রফিকুল ইসলাম, শাহদাত হোসেন, আফতাব হোসেন, মজিরুল হক ও রোকেয়া বেগম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102