বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

তেঁতুলিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে হাফিজুল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই এলাকার হুসেন আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, শিশু হাফিজুল বাড়ির ধারে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এমন সময় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা গিয়ে হাফিজুলের ওপর পড়ে এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে তেতুলিযা হাসপাতালের
দায়িত্বরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। মৃত্যু খবরে পরিবারের আহাজারিতে শোকে ভারী হয়ে ওঠে তেতুলিয়া হাসপাতাল।
বৃহস্পতিবার তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102