শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মুরাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিত আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক বিসিক এর প্লট বরাদ্দ নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই- সুপ্রদীপ চাকমা পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

ইউরোপ সফরে আসছেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী

আজিজুল আম্বিয়া
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫ এই পর্যন্ত দেখেছেন

প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ইব্রাহীম চৌধুরী খোকন এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ‍্য ও ইউরোপ সফরে আসছেন। এই সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনে অংশগ্রহণ করবেন এবং ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের জীবনের গল্প ও অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন।

তার সফর সুচি হচ্ছে রবিবার (২০ এপ্রিল) অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এথেন্সে বাংলা কাগজ ‘লাল হাবিলী’ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠানে। সেখান থেকে তিনি সফর করবেন বসনিয়ায় এবং পরে পৌঁছাবেন যুক্তরাজ্যে।

শনিবার (২৬ এপ্রিল) লন্ডনের ঐতিহ্যবাহী কিংস কলেজে আয়োজিত একটি সেমিনার ও চ্যারিটি নৈশভোজে অংশ নেবেন তিনি। এর দুই দিন পর সোমবার (২৮ এপ্রিল) ম্যানচেস্টারে লেখক, সাংবাদিক ও জনসংগঠক শেবুল চৌধুরীর বই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) পূর্ব লন্ডনের ব্র্যাডি সেন্টারে লেখক, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়ার বই প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইব্রাহীম চৌধুরী।

ইউরোপ সফরের শেষ পর্যায়ে বুধবার (৩০ এপ্রিল) তিনি প্যারিসের কুটুম বাড়ি রেস্টুরেন্টে ইউরোপের বাংলা সংবাদমাধ্যমের সহকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

ইউরোপের এই সফর সম্পর্কে ইব্রাহীম চৌধুরী বলেন, ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা-সাক্ষাৎ এবং তাঁদের জীবনের গল্প, সংগ্রাম ও সাফল্য জানার মাধ্যমে তিনি তাঁর পরবর্তী বইয়ের জন্য উপাদান সংগ্রহ করবেন। তিনি বলেন, ” আমি যে অঞ্চল থেকে আসা মানুষ- সেখানের লোকজন ব্যাপকভাবে ইউরোপে বসবাস করেন। যে শহরে আমার বেড়ে উঠা, সেখানকার অগুনতি প্রিয় মুখ, হারিয়ে যাওয়া অনেক স্বজন পরিজনের সাথে এ সফরে দেখা হবে। “

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102