প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ইব্রাহীম চৌধুরী খোকন এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য ও ইউরোপ সফরে আসছেন। এই সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনে অংশগ্রহণ করবেন এবং ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের জীবনের গল্প ও অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন।
তার সফর সুচি হচ্ছে রবিবার (২০ এপ্রিল) অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এথেন্সে বাংলা কাগজ ‘লাল হাবিলী’ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠানে। সেখান থেকে তিনি সফর করবেন বসনিয়ায় এবং পরে পৌঁছাবেন যুক্তরাজ্যে।
শনিবার (২৬ এপ্রিল) লন্ডনের ঐতিহ্যবাহী কিংস কলেজে আয়োজিত একটি সেমিনার ও চ্যারিটি নৈশভোজে অংশ নেবেন তিনি। এর দুই দিন পর সোমবার (২৮ এপ্রিল) ম্যানচেস্টারে লেখক, সাংবাদিক ও জনসংগঠক শেবুল চৌধুরীর বই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) পূর্ব লন্ডনের ব্র্যাডি সেন্টারে লেখক, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়ার বই প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইব্রাহীম চৌধুরী।
ইউরোপ সফরের শেষ পর্যায়ে বুধবার (৩০ এপ্রিল) তিনি প্যারিসের কুটুম বাড়ি রেস্টুরেন্টে ইউরোপের বাংলা সংবাদমাধ্যমের সহকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
ইউরোপের এই সফর সম্পর্কে ইব্রাহীম চৌধুরী বলেন, ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা-সাক্ষাৎ এবং তাঁদের জীবনের গল্প, সংগ্রাম ও সাফল্য জানার মাধ্যমে তিনি তাঁর পরবর্তী বইয়ের জন্য উপাদান সংগ্রহ করবেন। তিনি বলেন, ” আমি যে অঞ্চল থেকে আসা মানুষ- সেখানের লোকজন ব্যাপকভাবে ইউরোপে বসবাস করেন। যে শহরে আমার বেড়ে উঠা, সেখানকার অগুনতি প্রিয় মুখ, হারিয়ে যাওয়া অনেক স্বজন পরিজনের সাথে এ সফরে দেখা হবে। “