সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

সিলেট স্বেচ্ছাসেবক দলে

বহিষ্কৃত নেতাকে‍ পদায়ন করায় মিশ্র প্রতিক্রিয়া

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উসমান হারুন পনিরকে দলের সিদ্ধান্ত অমান্য করে গত ২০২৩ সালের ২১ জুন  সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করায় আজীবন বহিষ্কার করা হয় । এই বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলেও তাকে সাংগঠনিক দল প্রধান করে থানা কমিটি করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। বিষয়টি নিয়ে দলের ভিতর বাহিরে তোলপাড় হচ্ছে। কিছুনেতা কর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে। তবে , দলের মহানগর আহ্বায়ক বলছেন বহিস্কারাদেশ প্রত্যাহারকরা হয়েছে, তবে এটা প্রকাশ করা হয়নি।

উল্লেখ‍্য আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করায় ২০২৩ সালের৫ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া ৪৩ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আজীবন বহিষ্কার তালিকায় ছিল সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক উসমান হারুন পনিরের নাম। কারণ তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী ছিলেন। তবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলেও তাকে সাংগঠনিক দল প্রধান করে কমিটি করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দলসিলেট শাখার অধীনে থানা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সেজন্য৬টি থানায় সাংগঠনিক টিম গঠন করে দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবকদল। এই ৬ থানার একটি বিমানবন্দর থানা। এই বিমানবন্দর থানাস্বেচ্ছাসেবক দলের টিম প্রধান করা হয়েছে উসমান হারুন পনিরকে।এ কমিটি গত বৃহস্পতিবার সিলেট নগরীতে আলোচনা সভারআয়োজন করে। উসমান হারুন পনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এআলোচনা সভায় অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান।

এদিকে আজীবন বহিষ্কৃত নেতা নিয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, আজীবন বহিষ্কার করে, আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করে দায়িত্ব দেওয়া সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দুর্দিনে ব্যক্তিগত স্বার্থে যারা দলের সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের পদায়ন করা দুঃখজনক। আর যদি তার বহিষ্কার আদেশ প্রত্যাহারকরা হয় তাহলে সেটা কেন প্রকাশ করা হলো না।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আরও কয়েকজন কর্মী বলেন, উসমান হারুন পনিরের মত সুবিধাবাদী নেতারা সবসময় নিজের স্বার্থ বুঝেন। তিনি কখনোই দল বা দলের তৃণমূলের নেতাকর্মীদের জন্য কাজ করবেন না। দলে আবার দুঃসময় আসলে দেখা যাবে তিনি আবার নিজের খোলস পরিবর্তন করেছেন। তিনি আজীবন বহিস্কৃত হওয়ার পরও মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীলরা তাকে কমিটির প্রধান পদ দিলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচি রুহুল কবীর রিজভি তাকে বহিষ্কার করেছেন। যদি আমাদের নেতা তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে থাকেন তাহলে আমরা তৃণমূলের নেতা কর্মীরা কেন সেটা জানি না।

এ বিষয়ে উসমান হারুন পনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী বলেন, তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে। এটা প্রকাশ হয়নি কারণ এটা সংগঠনের অভ্যন্তরীণ খবর। আমরা জানি উনার বহিষ্কার আদেশ কেন্দ্রীয় কমিটি প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব আমাদেরকে জানিয়েছেন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। এরপরই আমরা তাকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102