শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
পানিউমদা বাজারে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয় ক্ষতি ঢাকায় আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত

নবীগঞ্জে উপজেলা সহকারী জন স্বাস্থ্য প্রকৌশলী ও সমন্বয়কের বিরুদ্ধে

অর্থের বিনিময়ে ডিও তালিকার গভীর নলকূপ অন্যত্র স্থাপনের অভিযোগ

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ উপজেলা সহকারী জন স্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবীদার হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা এমপির ডিও তালিকার নাম বাদ দিয়ে গভীর নলকূপ স্থাপনের অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের শাহ হোসাইন আহমদ নামের এক ব্যক্তি গত ২২ জানুয়ারী জেলা প্রশাসক ও জন স্বাস্থ্য প্রকৌশলী বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিও সংযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে প্রকাশ, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য একটি ডিও লেটারের মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন উন্মুক্ত স্থানে অসহায় জনগণ যাতে সুপেয় পানি সুবিধা পায় এরই প্রেক্ষিতে ১০টি গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের তালিকা প্রদান করেন। সে তালিকা থেকে ৫টি নাম বাদ দিয়ে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের সমন্বয়ক দাবিদার হাবিবুর রহমান হাবিব নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক দাবী করে উপজেলা জনস্বাস্থ্য অফিসে ৫টি গভীর নলকূপ দেয়ার দাবী জানান। জনস্বাস্থ্য অফিসের কর্মকর্তা মোঃ জাকারিয়াকে ম্যানেজ করে এমপি কর্তৃক প্রেরিত নামের তালিকা বাতিল করে হাবিব কর্তৃক দেয়া ৫ জনের নাম অন্তভুক্ত করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে উল্লেখ করা হয় টিউবওয়েল দেয়ার নামে হাবিব ৫ জনের কাছ থেকে ৫০/৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। এছাড়াও সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়ার নেতৃত্বে গভীর নলকূপ বাণিজ্যের সিন্ডিকেট রয়েছে মর্মে তদন্তের দাবি করা হয়। ওই চক্র মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করছে গভীর নলকূপ। উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনের নিকট থেকে নগদ টাকা দিয়ে টিউবওয়েলের ক্রেতা খুঁজে চক্রটি। লিখিত অভিযোগে উপজেলা জনস্বাস্থ্য অফিস গভীর নলকূপ স্থাপনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
অভিযুক্ত হাবিবুর রহমান হাবিব বলেন, ডিপ টিউবওয়েল বিতরণে আমার কোন হস্তক্ষেপের সুযোগ নেই। উপজেলা প্রকৌশলী সরেজমিনে গিয়েছেন। তিনি তার বিরুদ্ধে উঠা অভিযোগটি ষড়যন্ত্র মূলক হিসেবে অভিহিত করেন।
এমপির ডিও সূত্রে প্রকাশ, বড় ভাকৈড় পশ্চিম ইউনিয়নের চরগাও ভূমিহীন পাড়ার মধ্যখানের উন্মুক্ত স্থানে গভীর নলকূপ স্থাপনের জন্য নিতেশ রঞ্জন দাশ, দীঘলবাক ইউনিয়নের শ্রী শ্রী ভৈরবতলা দেবালয়ের উন্মুক্ত স্থানের স্থাপনের জন্য ছানা নন্দ কর, নবীগঞ্জ সদর ইউনিয়নের ছোট আলীপুর পাঠানখালী মসজিদ প্রাঙ্গনে স্থাপনের জন্য আবদাল মিয়া, বাউসা ইউনিয়নের নিজ চৌকি পীরের মাজারের উন্মুক্ত স্থানে স্থাপনের জন্য শিবলী পীর সাহেব এবং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়ির পাশে উন্মুক্ত স্থানে স্থাপনের জন্য আব্দুল কাইয়ুম লিখিত আবেদন করেছেন। এরই প্রেক্ষিতে জনগুরুত্ব বিবেচনায় সাবেক সংসদ সদস্য ডিও প্রদান করেন। কিসের ভিত্তিতে জন কল্যাণে সাবেক এমপির অনুকুলে দেয়া বরাদ্দ বাতিল করা হলো এনিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া বলেন, সাবেক এমপি কর্তৃক দেয়া তালিকার স্থানে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, সাবেক এমপির ডিওতে দেয়া  নবীগঞ্জ মাছের বাজার উন্মুক্ত স্থান, পানিউমদা ইউনিয়নের বিজয় রবি দাস কর্তৃক আবেদনকৃত খাগাউড়া সুরি লাল রবি দাসের বাড়ির উন্মুক্ত স্থান, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শাহপুর আব্দুল কাইয়ুমের বাড়ির পাশে উন্মুক্ত স্থানে পশ্চিম বড় ভাকৈড় ইউনিয়নের নিতেশ রঞ্জন দাশ কর্তৃক আবেদনকৃত চরগাঁও ভূমিহীন পাড়ার মধ্যবর্তী স্থানে আবেদনকারীদের খুঁজে পাওয়া যায়নি। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ডিওর বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে  জানতে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশলী তাহমিনা তানভীনকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102