বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় ক্ষতিগ্রস্থদের দেখতে যান। পরে তিনি আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী এবং এলাকা পরিদর্শন করেন।
এসময় বেতছড়া পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন পার্বত্য উপদেষ্টা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সকলের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট রয়েছে এবং আইনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। এসময় পার্বত্য উপদেষ্টা আরো বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। যে মানুষগুলো আজ ঘর পুড়ে কষ্ট পাচ্ছে তাদের আমরা সহযোগিতা করবো, শুধু তাই নয় প্রধান উপদেষ্টাও এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্থদের যা প্রয়োজন তা ব্যবস্থা করে দেয়ার। আমরা যতটুকু পারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ক্ষতিগ্রস্থদের পাশে আছি , আগামীতেও থাকবো।
উপদেষ্টা বলেন, এলাকাবাসীর প্রত্যেকের জন্য মঙ্গলজনক কিছু করার চেষ্টা করব আমরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আপনাদের জন্য দ্রুত বাড়ি ঘর তৈরি করে দেয়া হবে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেখানে নতুন স্কুল তৈরি করা হবে। এসময় পার্বত্য উপদেষ্টা আরো বলেন, জমি নিয়ে যে বিরোধ রয়েছে তা আইনের মাধ্যমে নিস্পত্তি করা হবে। আপনাদের জীবন মান উন্নয়নে এ সরকার অত্যন্ত আন্তরিক আছে। কাজু বাদাম, কফি চাষের জন্য পার্বত্য অঞ্চলের মাটি অত্যন্ত কার্যকরী। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সার্বিক সহযোগিতা করবে বলে জানান পার্বত্য উপদেষ্টা। এসময় পার্বত্য উপদেষ্টা দুর্গম এই এলাকাটিতে স্থানীয় চাহিদার ভিত্তিতে সুপেয় পানির ব্যবস্থা এবং শীতার্ত মানুষের জন্য গরম কাপড় ও কম্বল বিতরণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নিদের্শনা প্রদান করেন। ক্ষতিগ্রস্তদের মাঝে অতি দ্রুত সরকারি সকল সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চত করা হবে বলে জানান উপদেষ্টা।
উপদেষ্টা পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও ঘরের ঢেউ টিন বিতরণ করেন। এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলার লামা উপজেলায় কেয়াজু ত্রিপুরা পাড়ায় ৩০ মিটার দীর্ঘ ব্রীজ ও সংযোগ সড়কের উদ্বোধন করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমানসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার পর অপরাধের সাথে জড়িত সন্দেহভাজন ৪ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানা যায়।
উল্লেখ্য, মঙ্গলবার ২৪ ডিসেম্বর দিনগতরাতে সন্দেহভাজন সাবেক আইজিপি বেনজির আহমেদ এর লালিত দুর্বৃত্তদের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় বলে জানা গেছে।