বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

বিজয় দিবসে রাষ্ট্রপতির ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান নিয়ে যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

গত ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তেমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখেছে ফ্যাক্ট চেকিং ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের টিম অনুসন্ধান করে জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ভিডিওটি সম্প্রতি বা বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনার নয়। সেটি ২ বছর আগে পাবনায় নাগরিক সমাজের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে রিউমর স্ক্যানারের দলটি। তাতে তারা দেখতে পায়, মূলধারার গণমাধ্যম মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে ‘সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান’ শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ১৬ মে ভিডিওটি প্ররিত হয়।

দলটি বলছে, ওই ভিডিওতে ২ ঘণ্টা ৫৪ মিনিটের পরের দৃশ্যের সঙ্গে সম্প্রতি প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। যেখানে মাছরাঙা চ্যানেলের লোগোও রয়েছে। এতে প্রমাণিত হয়, দাবিকৃত ভিডিওটি মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে প্রচারিত সেই ভিডিও থেকে নেয়া হয়েছে।

তারা আরো বলছে, এই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দেখা যায়; ২০২৩ সালের ১৬ মে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুতরাং, প্রায় ২ বছর পুরোনো একটি অনুষ্ঠানে তার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার ভিডিও সম্প্রতি বিজয় দিবসের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102